একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গাংনী রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলী।
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে বাহান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিক সংগঠন গাংনী রিপোর্টার্স ক্লাবের সদস্যরা।
২১শে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে গাংনী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলী নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আল আমীন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ শাহিনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, নির্বাহী সদস্য কামাল হোসেন, তারিফুল ইসলাম জীবন, মাহাবুব ইসলাম, সাহাদত হোসেন, আব্দুল আজিজ ও আবুল হোসেন।