গাংনীতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।
![গাংনীতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।](https://dainikmeherpur.com/wp-content/uploads/2023/03/inbound8861009838124137538.jpg)
মেহেরপুরের গাংনীতে আইন-শৃঙ্খলা ও চােরাচালান প্রতিরােধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন। সভায় বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভােকেট রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রানী,উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী।
চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা.আলম হুসাইন,সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।