গাংনীতে আওয়ামী লীগ এবং বি এন পির সংঘর্ষ- আহত-২

মেহেরপুরের গাংনীতে জামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ব্যক্তিদের মধ্যে বাক-বিতণ্ডা ও হামলার ঘটনায় বিএনপি’র এক নেতা ও তার ছেলে গুরুতর আহত হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) রাত আটটার দিকে উপজেলার মহিষাখোলা গ্রামের ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ধানখোলা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও মহিষাখোলা গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে আব্দুর রহিম (৬৫) ও তার ছেলে ফিরোজ আহমেদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে আওয়ামী লীগ সমর্থিত হাফিজুল ইসলাম গ্রুপ ও বিএনপি সমর্থিত আব্দুর রহিম গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, বাক-বিতন্ডা ও এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। হাফিজুল ইসলাম গ্রুপের হামলায় বিএনপি সমর্থিত আব্দুর রহিম ও তার ছেলে ফিরোজ আহমেদ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান উপজেলার মহিষাখোলা গ্রামে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে মারামারি ও হামলার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।