গাংনীতে আন্তর্জাতিক দু্র্নীতি প্রতিরােধ দিবস পালিত।
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরােধ দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল মানববন্ধন, আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান হােসেন, উপজেলা দুর্নীতি প্রতিরােধ কমিটির সভাপতি ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, কমিটির সাধারণ সম্পাদক এবং জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান -আল নুরানীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরােধ কমিটি এসব কর্মসূচীর আয়োজন করে। আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরােধ কমিটির সভাপতি আবু জাফর।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। উপজেলা দুর্নীতি প্রতিরােধ কমিটির সাধারণ সম্পাদক হাসান-আল নুরানীর সঞ্চালনায়-সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ-আল মাসুম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।