গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত।
মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শােভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। আলােচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক নারগিছ সুলতানা নির্জনার সঞ্চালনায়-সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,এডভােকেট শফিকুল আলম। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, জেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আব্দুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম,মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার মাকছুরা মুক্তা ও ফিল্ড ফ্যাসিলিটেটর নাছরিন সুলতানাসহ বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশ নারী-পুরুষ।