গাংনীতে আ.লীগ মনোনীত প্রার্থীর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ডা. এ.এস.এম নাজমুল হক সাগর।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতি এবং পরে গাংনীর কাজীপুর আট কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয়ের মাস (ডিসেম্বর) উদযাপন উপলক্ষে নানা কর্মসুচী ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এ.এস.এম নাজমুল হক সাগর। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে,এম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহানা ইয়াসমিন, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ সোহাগ-সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।