গাংনীতে এক কিশোরীকে শ্লীতাহানির মামলায় ১ ব্যক্তি গ্রেফতার।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  09:02 PM, 25 October 2023

মেহেরপুরের গাংনীর বেতবাড়ীয়া গ্রামে ১১ বছর বয়সী এক কিশোরীকে মাটির তৈরি টিয়া পাখি দেয়ার প্রলোভনে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে ফারুক হোসেন (৪৮) নামের এক ব্যক্তির নামে।

এঘটনায় গাংনী থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওই কিশোরীর বাবা একই গ্রামের তহিদুল ইসলাম বাদী হয়ে ফারুক হোসেনের নামে নারী ও শিশু নির্যাতনের ধারায় এ মামলা করেন।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বেতবাডীয়া গ্রামের মৃত পিয়ার বকসের ছেলে ফারুক হোসেন (৪৮) প্রতিবেশীর ১১ বছর বয়সী এক কন্যাকে মেলা থেকে নিয়ে আসা টিয়া পাখি দেয়ার প্রলোভনে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে।

শিশুটির বাবা-মার অনুপস্থিতি টের পেয়ে কন্যা শিশুর বাড়িতে গিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে, অভিযুক্ত ফারুক হোসেন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি নিয়ে মঙ্গলবার ওই শিশুর বাবা তহিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা-নং-২৪/৩৭৬, তারিখ ২৪/১০/২০২২।

এবিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, শিশুকে শ্লীলতাহানির চেষ্টার বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন কিশোরীর বাবা। ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে । বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ফারুক হোসেনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :