গাংনীতে এক পুলিশ সদস্যের মৃত্যু।
মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী ক্যাম্পে সাহেদ নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রবিবার (৪ জুন) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মৃত পুলিশ সদস্য সাহেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তার পুলিশ ব্যাচ নং ৭১৬।
জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৬টায় থেকে ৮টা পর্যন্ত ডিউটি শেষ করে তার রুমে বিশ্রাম নিতে যান। পরে তাকে তার বিছানায় নাক মুখে সাদা ফ্যাপড়া উঠতে দেখে নায়েক পিয়াস এস আই সুফলকে জানায়। এস আই সুফল তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মারুফ হোসেন তাকে মৃত ঘোষনা করেন।
তবে চিকিৎসক মারুফ হোসেন মৃত সাহেদ এর দেহে বিষাক্ত কিছুর উপস্থিতি রয়েছে বলে প্রাথমিক ধারনার কথা সাংবাদিকদের জানান।
পুলিশ সুপার রাফিউল আলম বলেন, ময়না তদন্ত শেষে পুলিশ সদস্য সাহেদের মৃত্যুর কারণ বলা যাবে।