গাংনীতে ছাত্রলীগের শােভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  02:34 PM, 20 July 2023

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে

স্মাট বাংলাদেশ বিনির্মাণ করার অগ্রযাত্রা অব্যাহত রাখতে মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২(গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুলসহ গাংনী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাজেদুল ইসলাম রিমন।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল।

গাংনী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুজ্জামান সবুজের সঞ্চালনায়-সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু,যুব মহিলা লীগ নেত্রী লাইলা আরজুমান বানু শিলা,ফারহানা ইয়াসমিন,আওয়ামী লীগ নেত্রী জাকিয়া আলপনা ।

এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসন রাজা সেন্টু,
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরকার,মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান,পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াজ্জেল হােসেন, গাংনী উপজেলা ছাত্রলীগের
যুগ্ম সাধারণ সম্পাদক সামিউজ্জামান সামি প্রমুখ।

আপনার মতামত লিখুন :