গাংনীতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  10:26 PM, 12 October 2023
Exif_JPEG_420

আনন্দ মিছিল, আলোচনা সভা ও কেক কাঁটার মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গাংনী হাসপাতাল বাজারে ডা.এ.এস.এম নাজমুল হক সাগরের নিজস্ব কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাঁটার আয়োজন করেন গাংনী উপজেলা শ্রমিক লীগ।

গাংনী উপজেলা শ্রমিক লীগের সভাপতি রিপন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির অন্যতম সদস্য এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন প্রত্যাশি ডা. এ.এস.এম. নাজমুল হক সাগর।

গাংনী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বাবুল), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, গাংনী উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি যথাক্রমে আবুল কালাম আজাদ (বুলবুল), শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার বাবু,

অন্যান্যের মধ্যে মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইস্তিয়াক আহমেদ চঞ্চল, বামুন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান, গাংনী পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম চপল। জেলা ছাত্রলীগের সভাপতি শাহাজান আলী, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলামসহ শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :