গাংনীতে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ আজিজুল ইসলাম গাংনী উপজেলায় আগমন উপলক্ষে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ এপ্রিল), বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, এমপি’র প্রতিনিধি মনিরুজ্জামান আতু, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারী কমিশনার নাদির হোসেন শামীম,
এসময় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, জাতীয় পার্টি (জেপি) সভাপতি আব্দুল হালিম, রবিউল ইসলাম মেমোরিয়াল হাসতালের উপপরিচালক একরামুল হক, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।