গাংনীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  10:46 PM, 06 March 2024

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ মিনারুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃঞ্চপুর ধলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিনারুল ইসলাম ধলা গ্রামের নুর ইসলামের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি সাইফুল আলমের নেতৃত্বে ডিবির একটি দল রামকৃঞ্চপুর ধলা গ্রামে অবস্থান নেন। এসময় মিনারুল ইসলাম সীমান্ত এলাকা থেকে পাকা সড়ক হয়ে গাংনী পৌর শহরের দিকে যাচ্ছিলেন। ডিবি পুলিশ তাকে আটক করে শরীর তল্লাসি করলে ৬ কেজি গাজা পাওয়া যায়। তাকে আটক করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা পুলিশ ৬ কেজি গাজাসহ মিনারুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ (বুধবার ৬ মার্চ) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :