গাংনীতে দাঁত মাজা পাউডার ভেবে ইঁদুর মারা বিষপান করে শিশু অসুস্থ।
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের শানঘাট গ্রামের দাঁড়িয়াপাড়ায় দাঁত মাজা পাউডার ভেবে দাঁত পরিস্কার করতে গিয়ে অসুস্থ হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শিশু ফাতেমা খাতুন (৩)। শিশু ফাতেমা শানঘাট গ্রামের মহিবুল হকের মেয়ে।
বুধবার (১৭ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে।
শিশু ফাতেমার মা হুসনে আরা জানান, ঘরের চৌকির ইটের নিচে একটি কাগজে মােড়ানাে ইদুর মারা বিষ রাখা ছিলো। ফাতেমা ওই বিষ দাঁত মাজা পাউডার ভেবে দাঁত পরিস্কার করতে শুরু করে। এক পর্যায়ে বিষক্রিয়া হয়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুর বাবা ও আমি তাকে তাড়াতাড়ি করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আফরোজ শিশুর পেট থেকে বিষ ওয়াশ করে হাসপাতালে ভর্তি রাখেন। বর্তমানে শিশুর অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আফরোজ।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, এই প্রথম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩-বছরের শিশুর পেট থেকে বিষ ওয়াশ করা হলো। এবং আমি নিজেই শিশুর পেট থেকে বিষ ওয়াশ করেছি।