গাংনীতে ধানখোলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  11:39 PM, 28 March 2024
Exif_JPEG_420

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে ১৭-ই রমজান ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ধানখোলা ইউনিয়নের জুগিন্দা পশ্চিম পাড়া জামে মসজিদে এ ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধানখোলা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম হোসেন, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ জাকিরুল ইসলাম, জুগিন্দা পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জিহাদূর রহমান জিহাদ, জামায়াত নেতা বদির উদ্দিন, মোখলেছুর রহমান, তারিফুল ইসলাম ও রাজিকুল ইসলামসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় ৫ শতাধিক রোজাদার ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :