গাংনীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  12:19 AM, 22 March 2023

মেহেরপুরের গাংনীতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৪ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু গতকাল সোমবার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাদির হোসেন শামীম

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়-কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী অফিসার। গাংনীর উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে তিনি রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ, সর্বোপরি প্রশাসনিক কার্যক্রমে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :