গাংনীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  09:24 PM, 17 March 2023
Exif_JPEG_420

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আলােচনা সভা ও পুরস্কার বিতরণী।

শুক্রবার (১৭ মার্চ) সকালে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন :