গাংনীতে বােমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার।
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ির গেটের সামনে থেকে ৪ টি বােমা সাদৃশ্য বস্তু ও সাদা কাগজে লেখা ১ টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।
সােমবার (১০ এপ্রিল) সকালের দিকে হিজলবাড়ীয়া গ্রামের উত্তর পাড়ায় কৃষক বিশারত আলীর বাড়ির গেটের সামনে থেকে লাল কস্টেপ দিয়ে মােড়ানাে প্লাস্টিক ব্যাগে রাখা ৪ টি বােমা সাদৃশ্য বস্তু ও কৃষক মােশাররফ এর কাছে চাঁদা দাবি করে লেখা ১টি চিরকুট উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
গাংনী থানা পুলিশের এস আই মাসুদ রানা ও এস আই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটিদল এগুলাে উদ্ধার করে।
কৃষক মােশাররফ হােসেন জানান, সােমবার সকালে ঘুম থেকে উঠে স্ত্রী সম্পা খাতুন বাড়ির গেটের সামনে ৪টি বােমা সাদৃশ্য বস্তু ও আমাকে হুমকি দিয়ে লেখা একটি চিরকুট দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। সেগুলাে উদ্ধার করে থানা পুলিশের একটিদল। গৃহকর্তা মােশাররফ আরাে জানান, সন্ত্রাসী চক্র চাঁদা নেয়ার জন্য আমাকে এমন হুমকি দিয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বােমা সাদৃশ্য বস্তুগুলাে পানি ভর্তি বালতি করে উদ্ধার করা হয়েছে। সেই সাথে চিরকুট টিও উদ্ধার করা হয়।