গাংনীতে মাদক সংক্রান্ত বিরোধে পিটিয়ে জখমের মামলায় ৩ জন জেল হাজতে
মেহেরপুরের গাংনীতে মাদক সংক্রান্ত বিরোধে আহাম্মদ আলী (৩২) নামের এক জনেকে পিটিয়ে জখমের মামলায় সুন্নত আলী, আনারুল ইসলাম ও ইউসুফ আলী নামের ৩ জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই), দুপুরের দিকে মেহেরপুর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলের দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে আহাম্মদ আলীকে মাদক সংক্রান্ত বিরোধ নিয়ে অভিযুক্ত শরিফুল ইসলামসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম ও হাত-পা ভেঙে দেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবারের সদস্যরা আহাম্মদ আলীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমান তার অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।
ঘটনায় আহাম্মদ আলীর ভাই তাজুল ইসলামের ছেলে রুবেল বাদী হয়ে এজহার নামীয় ১৫ জন ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের নামে ১১৪, ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও পেনাল কোড ১৮৬০ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তারিখ: ১৩/০৭/২০২৩ ইং উক্ত মামলার ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশ অভিযান পরিচালনা করে সুন্নত, আনারুল ও ইউসুফ নামের ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
পরে শুক্রবার দুপুরে তাদেরকে মেহেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।