মেহেরেপুরের গাংনী থেকে তিন মাদ্রাসা ছাত্রী উধাও। গত রবিবার (২৮ মে) সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে আত্মীয় স্বজনদের বাড়িতে খুজাখুজি করে সন্ধান না পেয়ে স্থানীয় বামুন্দী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছে তাদের পরিবার। নিখোঁজ ওই শিক্ষার্থীরা গাংনী উপজেলার দেবীপুর গ্রামের মেয়ে এবং বামুন্দি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে তাদের উদ্ধার করতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করছে বামুন্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন।
ওই শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, রবিবার সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। স্থানীয় ভাবে অনেক খোজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।