গাংনীতে মৌমাছির কামড়ে ৩০ জন আহত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  09:38 PM, 07 March 2024

মেহেরপুরের গাংনীতে মৌমাছির কামড়ে অন্তত ৩০ জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় ডি জে এম সি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মোসলেম উদ্দীন ও উপজেলার কোদালকাটি গ্রামের তোফাজ্জল হোসেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (৭-ই মার্চ) সকালের দিকে গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সড়কের পাশে থাকা বাবলা গাছে একটি মৌমাছির বড় চাকে বাজপাখি ছোবল দেয়। এসময় মৌমাছি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পথচারীদের হুল ফুটিয়ে দেয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। আহতরা বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

আহত তোফাজ্জল হোসেন বলেন, আমরা ৬ জন ইট ভাঙ্গা গাড়ি নিয়ে বামন্দী থেকে দেবীপুরের দিকে আসছিলাম। এসময় রাস্তার পাশে থাকা বাবলা গাছের মৌমাছি আমাদের কামড় দেয়। কামড় দেয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে জ্বর এসে যায়। প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছি।

আহত মাসুদ রানা বলেন, গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে দেবীপুর গ্রামে ঢুকতেই মৌমাছি হুল ফোটাতে শুরু করে। শরীরে মৌমাছির হুল ফুটানাের কারণে জ্বর এসে গেছে। দেবীপুর গ্রামের ফারুক আহমেদ বলেন, মৌচাকে বাজপাখি ছোবল দিলে মৌমাছি চারদিকে ছড়িয়ে পড়ে। এবং রাস্তা-মাঠে যাকে পেয়েছে তাকেই হুল ফুটিয়েছে।
স্থানীয় যুবক সোহেল আহমেদ বলেন, কয়েকদিন আগেও একই স্থানে মৌমাছির কামড়ে ৫-৭ জন আহত হয়েছে। আমরা চাই গাছটি কেটে ফেলা হউক। গতবছরেও এই গাছেই মৌচাক বসেছিল। দেবীপুর গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক কামরুল ইসলাম বলেন, মৌমাছির হুলে আহত অনেকেই এসেছে। এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল জানান, বামন্দী-দেবীপুর সড়কে মৌমাছির হুলে অনেকে আহত হয়েছে শুনেছি। আহতদের উদ্ধার করে বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গত বছরের ডিসেম্বর মাসে প্রায় ৪০ জনকে হুল ফুটিয়ে আহত করেছিল একই গাছে বসা মৌমাছি।

আপনার মতামত লিখুন :