গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত।
মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বিদসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
এদিন শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গাংনী থানা পুলিশ, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণে নেতৃত্ব প্রদান
করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সকাল ৯ টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।