গাংনীতে র্যাবের অভিযানে গাঁজাসহ ১-জন আটক।
মেহেরপুরের গাংনীস্থ র্যাব-১২, এর অভিযানে ৯শ,২৫ গ্রাম গাঁজাসহ সাদ আহমেদ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইলফােন এবং নগদ ৯০০শ টাকা জব্দ করা হয়। আটককৃত সাদ আহমেদ গাংনী উপজেলার আমতৈল গ্রামের রায়হান উদ্দীনের ছেলে।
বুধবার (৮ মার্চ) সন্ধ্যা সােয়া ৬ টার দিকে সাদ আহমেদকে নিজ গ্রাম থেকে আটক করে র্যাব সদস্যরা। র্যাব-১২ এর গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার গােলাম ফারুক জানান, মাদক ব্যবসায়ী সাদ আহমেদ দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। বুধবার সন্ধ্যায় র্যাব-১২, এর একটিদলের একজন সদস্য ক্রেতা সেজে সাদ আহমেদ এর কাছে গাঁজা কিনতে যায়।
এসময় সাদ আহমেদকে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।