গাংনীতে র্যাবের ওপর হামলা, গুলিবিদ্ধ অবস্থায় মাদক কারবারী আটক।
মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন র্যাব সদস্য এস আই উত্তম কুমার। একই সাথে র্যাব সদস্যের ছোড়া গুলিতে আহত হয়ে আটক হয়েছেন আবু সাইদ ওরফে সুইট (৩০) নামের এক মাদক কারবারী।
ঘটনাস্থল থেকে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার (৩০ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ গোলাম ফারুক সিপিসি- মেহেরপুর র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বুধবার (৩১ মে) দুপুর পৌনে এক টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মেহেরপুর ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী থানাধীন ৩-নম্বর কাজীপুর ইউপি’র হাড়াভাঙ্গা মাদ্রাসা- কালিতলা কল্যানপুরগামী ইটের সলিং রাস্তার হাড়াভাঙ্গা (বাগানপাড়া) সাকিনস্থ আব্দুল এর ছেলে আশরাফুল ওরফে আশাফুল এর বাড়ি হতে অনুমান ৭০ মিটার উত্তর দিকে কলা বাগানের মধ্যে অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে হাড়াভাঙ্গা সেন্টারপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে আবু সাইদ ওরফে সুইট (৩০), মৃত নুর আহমেদের ছেলে হামিদুল ইসলাম (৫৫), কালু মিয়ার ছেলে সুজন (৩০), রুহুল আমিনের ছেলে ভুট্টো (২৮), ও শহড়াতলা বর্ডারপাড়া এলাকার ৫) সাধু আলীর ছেলে মিলন( ২৫) সহ আরও অজ্ঞাতনামা ০৪/০৫ জন মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করে।
পালানোর সময় মাদক কারবারী আবু সাইদ ওরফে সুইটকে আটক করার প্রাক্কালে মাদক কারবারী সুইট তার বাম হাত থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল থাকার একটি বস্তা ফেলে দিয়ে তার ডান হাতে থাকা ধারালো হাসুয়া দেশীয় অস্ত্র দ্বারা এসআই (নিঃ) উত্তম কুমার রায়কে লক্ষ্য করে উপর্যুপরি মাথা ও ঘাড়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
তাৎক্ষণিক এস আই (নিঃ) উত্তম কুমার রায় নিজেদের আত্মরক্ষা ও সরকারী অস্ত্র গুলি রক্ষার জন্য তার নামে ইস্যুকৃত পিস্তল দ্বারা পরপর ০৩ রাউন্ড গুলি এবং তার সঙ্গীয় কনস্টেবল কৃষ্ণ চন্দ্র’র নামে ইস্যুকৃত পিস্তল দ্বারা ০৭ রাউন্ড গুলি করলে মাদক কারবারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং আবু সাইদ ওরফে সুইট হাতে পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে আটক করা হয়।
আটকের পর গুরুতর জখম এসআই (নিঃ) উত্তম কুমার রায়কে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং গুলিবিদ্ধ মাদক কারবারী সুইটকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনাস্থল থেকে মাদক কারবারীদের দখলে থাকা ৬৮ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল এবং উত্তম কুমার রায়কে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার কাজে ব্যবহারিত একটি রক্তমাখা হাসুয়া উদ্ধার করা হয়।
এ বিষয়ে গাংনী থানায় দুইটা নিয়মিত মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।