গাংনীতে হত্যা মামলায় সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেফতার।
মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানাসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাসুদ রানা (৪৫) গাংনী থানাপাড়ার সেকেন্দার আলীর ছেলে। সে দীর্ঘদিন ফেরারি ছিল বলে জানায় পুলিশ।
গত সোমবার ১০ জুলাই দিবাগত রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজী, বোমাবাজি, মানুষ হত্যা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ ছিল থানায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কাউন্সিলর রিপন হত্যা মামলা এবং অন্য একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি মাসুদ। আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী গত রাতে ফরিদপুর থেকে গ্রেফতার করে তাকে গাংনী থানায় আনা হয়।
এছাড়াও বিভিন্ন সময়ে মঙ্গলবার (১১ জুলাই) ভোররাত পর্যন্ত গাংনী উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও মাদক মামলার আরও ৬ আসামি গ্রেফতার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের পৃথক টিম এই অভিযান চালান।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১১ জুলাই) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।