গাংনীতে ৩টি করাত কলের ১৭ হাজার টাকা জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান পরিচালনা

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  09:06 PM, 30 May 2022

অবৈধভাবে করাতকল স্থাপন ও কাঠ চেরাই করার দায়ে মেহেরপুরের গাংনীতে ৩টি করাত কলকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মে), দুপুরে বন বিভাগের সহায়তায় পৃথক ৩টি আদালতে এ জরিমানা আদায় করেন। সেই সাথে এক সপ্তাহের মধ্যে অনুমোদন নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

মেহেরপুর জেলা বন বিভগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর উল্লাহ জানান, দীর্ঘদিন যাবত কয়েকটি করাত কল অনুমোদন না নিয়ে কাঠ চেরাই করছিল। এ অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের তেরাইল বাজারের শরিফুল করাত কলকে ৭ হাজার টাকা জরিমানা করেন। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী উপজেলার ছাতিয়ান বাজারের আমিরুল করাত কলকে ৫ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাসের তেরাইল বাজারের সেলিম করাত কলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযুক্ত করাতকল মালিকগন ৭ দিনের মধ্যে বন বিভাগের কাছ থেকে অনুমোদন নিবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন।

আপনার মতামত লিখুন :