গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  06:36 PM, 07 June 2023

মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গোলাম মোস্তফা (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে প্রতিবেশী গোলজার হোসেনের ঘরের টিনের চাল মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। গোলাম মোস্তফা ওই গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গোলাম মোস্তফা একজন দিনমজুর। সে প্রতিবেশী গোলজার হোসেনের ঘরের টিনের চাল মেরামতের জন্য ঘরে উঠলে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হন। ছিটকে পড়ে যান মাটিতে। স্থানীয় লোকজন তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :