গাংনীর কাথুলী মােড়ে বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত।
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪৮) নামের এক হােমিও চিকিৎসক নিহত হয়েছেন। নিহত শরিফুল মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের হালসানা পাড়ার বাসিন্দা। শনিবার দুপুরের দিকে গাংনী উপজেলা শহরের কাথুলী মােড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শরিফুল গাংনী শহর থেকে ঔষধ কিনে একটি মােটরসাইকেলযােগে বাড়ি ফিরছিলেন। তিনি কাথুলী মােড়ে পৌঁছালে, পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাস তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে মারাত্বক ভাবে আহত হয়। এবং তার ব্যবহৃত মােটরসাইকেলটি বাসের চাকার নিচে পড়ে চূর্ণবিচূর্ণ হয়। আহতবস্থায় শরিফুলকে পথচারীরা উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
গাংনী থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও তার সহকারি পলাতক রয়েছে তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।