গাংনীর ধানখোলা ইউনিয়নে স্থায়ী কমিটির কর্মশালা অনুষ্ঠিত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  10:49 PM, 25 May 2023

এসডিজি ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে স্থায়ী কমিটির ভূমিকা শীর্ষক কর্মশালা গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দি হাঙ্গার প্রজেক্ট এর সহোযোগিতায় ধানখোলা ইউনিয়ন পরিষদ এ আয়োজন করে।

ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালা পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দিন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধানখোলা ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, ইউপি সদস্য, বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ১৩টি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে স্ব-স্ব কমিটি মিটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :