গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রােগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা।
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মােমিনুল ইসলাম (৫৫) নামের এক রােগীর মৃত্যু হওয়ায় উত্তেজনার ঘটনা ঘটেছে। এসময় ডাক্তারদের প্রতি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রােগীর স্বজনরা।
গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামের মৃত তেতুল মন্ডলের ছেলে মােমিনুলসহ মঙ্গলবার সকালের দিকে নিজ বাড়ির খাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিন সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মােমিনুল মারা যান।
মােমিনুলের পারিবারিক সূত্র জানায়,মােমিনুল দুপুর থেকে অসুস্থার কারণে ছটফট করছিলেন। এসময় ডাক্তারদের জানালেও চিকিৎসা দিতে দেরী করে। এমন অবহেলার কারণে রােগীর মৃত্যু হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল্লাহ -আল মারুফ জানান, মােমিনুল ফুড পয়জনির
কারণে হাসপাতালে ভর্তি ছিল। পরে স্ট্রােকজনিত কারণে মারা যায়।