গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  06:27 PM, 29 September 2023

মাহাবুব ইসলাম: মেহেরপুরের গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০-টার দিকে গাংনীর জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটি উদ্বোধন করেন স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক মো: হাসানুজ্জামান হাসান।

দুই দলে ১১-জন করে বিভক্ত হয়ে খেলায় একদিকে অংশ গ্রহণ করেন স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দল এবং অপরদিকে অংশ গ্রহণ করেন ভাষা শিখতে থাকা সাধারণ শিক্ষার্থী দল।

অনুষ্ঠিত খেলায় সাধারণ শিক্ষার্থী দল ৪০ রানে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ দল কে পরাজিত করে। প্রথমে সাধারণ শিক্ষার্থী দল ব্যাট করতে নেমে ৯ ওভারে ১৪৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অনিক সর্বোচ্চ রান করেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দলের পক্ষে আসাদুল ইসলাম সবোর্চ্চ উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দল ৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রান করে। দলের পক্ষে আসাদুল ইসলাম সবোর্চ্চ রান করেন। সাধারণ শিক্ষার্থী দলের পক্ষে তারিক সবোর্চ্চ উইকেট দখল করেন। জয় পরাজয় এর উর্ধ্বে উভয় টিমের মধ্যে ভ্রাতৃত্ব ফুটে উঠে এ প্রতিযোগিতায়। খেলাশেষে বিকালে বিজয়ী দল ও পরাজিত দলের খেলোয়াড়রা চড়ুই ভাতির আয়োজন করেন।

আপনার মতামত লিখুন :