জুগিন্দা মানবসেবা সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন জুগিন্দা মানবসেবা সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় জুগিন্দা কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন জুগিন্দা গ্রামের দুবাই প্রবাসী ইউসুফ, কুয়েত প্রবাসী সাহারুল ও মালয়েশিয়া প্রবাসী রিমোক।
মাহফিলে সংগঠনটির উপদেষ্টা আশিকুর রহমান, সভাপতি রওফন আহমেদ, সহসভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাহিদ, কোষাধ্যক্ষ মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩ শতাধিক রোজাদারকে ইফতার করানো হয়।
এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সংগঠনটির ভবিষ্যৎ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জুগিন্দা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ সৈয়দ আলী।