দৌলতপুরে ছিনতাইয়ের কবলে কলেজ শিক্ষক
নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তানজিম হাসান শাহীন নামে এক কলেজ শিক্ষক। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান,মঙ্গলবার (১ নভেম্বর ) রাত ১০.৩০ টায় ছেলে অর্নব(৮) কে সাথে নিয়ে মটরসাইকেল যোগে তারাগুনিয়া থানা মোড় থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পল্লীবিদ্যূৎ অফিসের সামনে পৌছালে ৩ জন অজ্ঞতানামা মুখোশধারী গতিরোধ করে। আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তার পকেটে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রূত স্থান ত্যাগ করে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত টাকা উদ্ধার কিংবা কোন আসামি উদ্ধার হয়নি। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন,প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।