দৌলতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  07:43 PM, 01 July 2022

 

দৌলতপুর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলো থেকে ট্রেজারি অফিস নামে চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

চরনিয়ামত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ও লাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো থেকে ৭০০ টাকা করে চাঁদা নিচ্ছেন বলে অনুসন্ধানে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, মোঃ রেজাউল করিম ও মোঃ সিদ্দিকুর রহমান স্যার প্রাথমিক শিক্ষা অফিসারের যোগসাগজে প্রতিটি স্কুল থেকে ৭০০ টাকা করে চাঁদা নিচ্ছেন, তিনি আরও বলেন, রেজাউল করিম ও সিদ্দিকুর রহমান নিয়মিত স্কুল না করে প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের বদলি তদবির সহ নানা রকমের দালালি করে আসছেন।

এসব শিক্ষক নামের দুর্নীতিবাজের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :