দৌলতপুর উপজেলা আ.লীগে একজন স্বচ্ছ ও দক্ষ রাজনীতিকের প্রতিচ্ছবি অধ্যক্ষ সুমন খাঁন
দৌলতপুর উপজেলা আ.লীগে একজন স্বচ্ছ ও দক্ষ রাজনীতিকের প্রতিচ্ছবি অধ্যক্ষ সুমন খাঁন
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে একজন স্বচ্ছ রাজনৈতিক, দক্ষ সংগঠক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন। উপজেলা আওয়ামী লীগের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তিনি।
স্কুল জীবনে ছাত্রলীগের দায়িত্ব নিয়ে রাজনীতিতে পথচলা শুরু তার। সেই থেকে কলেজ ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে আওয়ামী লীগের রাজনীতিতে পদার্পন করেন। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দীর্ঘ দায়িত্ব পালন করে নিজেকে দক্ষ সংগঠক হিসেবে পরিচিত করতে সক্ষম হন। এ ধারাবাহিকতায় বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দৌলতপুরে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগে অসংখ্য নেতা-কর্মী-সমর্থক সৃষ্টি সহ নিজ দলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। সংগঠন পরিচালনায় তার উদ্ভাবনী চিন্তা ও পরিকল্পনা এ অঞ্চলের আপামর মানুষকে আওয়ামী লীগের প্রতি আগ্রহী করে তুলেছে। ফলে এক সময়ের বিএনপির দূর্গ খ্যাত দৌলতপুর এখন বলতে গেলে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে।
রাজনৈতিক জীবনে ব্যাপক সংগ্রাম ও বিস্তর বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমনকে। রাজনৈতিক পথচলায় মামলা-হামলা ও মানসিক অত্যাচার সহ্য করেও বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে কখনো মাথা নত করেননি। আজও তিনি সততা, মেধা, কর্তব্যনিষ্ঠা ও বাগ্মিতার স্বাক্ষর রেখে সব প্রতিকূলতা অতিক্রম করে জনকল্যাণমূলক রাজনীতির অভীষ্ঠ লক্ষ্যে এগিয়ে চলেছেন।
তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের নেতা-কর্মী তৈরির মহান কারিগর। অসংখ্য নেতা-কর্মীকে দলে সম্পৃক্ত করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন।
মুজিব অন্তপ্রাণ অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন সারাটি জীবন আওয়ামী রাজনীতির জন্য শুধু নিজেকে বিলিয়ে দিয়েছেন। দল থেকে নেননি কিছুই।
বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল উদ্যমী আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন।
তাঁর বলিষ্ঠ নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত হয়। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, বিএনপি-জামাতের দমন-পীড়নের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন’দর্শন বাস্তবায়নসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে দৌলতপুরের রাজপথে তিনি ছিলেন অন্যতম সিপাহসালার।
এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগসূত্রে থেকে দৈনন্দিন তাঁর নিরন্তর ছুটে চলা। সাংগঠনিক প্রক্রিয়ায় দলকে সুসংগঠিত ও গতিশীল করতে তিনি মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখে চলছেন।
তিনি নিজ দলে সাংগঠনিক নেতৃত্ব সৃষ্টিতেও দক্ষতার পরিচয় দিয়ে চলছেন। তৃণমূল থেকে পরীক্ষিতদের তুলে এনে উপজেলা পর্যায়ের দায়িত্ব তুলে দিচ্ছেন।
দলীয় নেতা-কর্মীরা জানান, অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন মন ও মগজে একজন মুজিব আদর্শের সৈনিক। যার পুরো পরিবার আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত৷ স্কুল জীবন থেকেই শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকার প্রতিনিধিত্বের স্বপ্ন বুনে ছাত্ররাজনীতির তৎকালীন অভিভাবকদের সংস্পর্শে থেকে জয় বাংলা স্লোগাণের মিছিল মিটিং এ নেতৃত্ব দিয়েছেন ।
একজন প্রগতিশীল ও কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা উল্কার গতিতে অবিরাম ছুটে চলা, যার নাম অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন। দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের রাজনীতির এক এবং অনবদ্য সেনসেশন ও দলীয়দের হার্টথ্রুব তিনি।
সূর্যের উত্তাপে পুড়ে পুড়ে রাজনীতির নভোমন্ডলে সবচেয়ে উজ্জ্বল তারায় পরিণত হয়েছেন তিনি। তৃণমূল থেকে সংগ্রাম করে তিলে তিলে পরিপক্ক হয়ে হাল ধরে আছেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের।
বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী, আওয়ামী পরিবারের সন্তান, প্রগতিশীল, মননশীল, মেধাবী ও কর্মীবান্ধব আওয়মীলীগ নেতা অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন।
অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন বলেন,নিজ দলকে সাংগঠনিকভাবে গতিশীল করা আর নিজ এলাকার সার্বিক উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখার জন্যই আমার প্রাণান্তকর প্রচেষ্টা। এসব করতে গিয়ে অনেক চড়াই উৎরাই পেরোতে হচ্ছে। অনেক বৈরিতাকে জয় করতে হচ্ছে। অন্যায় সমালোচনার কবলেও পড়তে হচ্ছে নিজেকে।
তবে বৈরিতা ও সমালোচনা নিয়ে ভাবেননা তিনি কখনোই। তিনি বলেন, কাজ হচ্ছে আমার ধর্ম। দলের জন্য, মানুষের জন্য ভাল কিছু করতে পারার ধ্যান-জ্ঞান আমাকে তাড়িত করে। আমি নিজের ভেতর থেকে সত্যিকার অর্থে মুজিব আদর্শ ও মানব সেবার চেতনায় ব্রত হয়ে আত্মমগ্ন থাকছি নিজ দায়িত্বে। এজন্য পুরস্কারস্বরূপ দলের নেতা-কর্মী-সমর্থক সহ এলাকার আপামর মানুষ পরম আস্থায় ভালবাসা বিলিয়ে চলছেন আমায়। আমাকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করে তৃপ্ত হন তারা। আমিও আমৃত্যু দলীয় ও সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা সমুন্নত রেখে নিজের প্রতি নিয়োজিত দায়িত্ব সূচারুভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞ সর্বদা।