বামন্দীতে পৃথক অভিযানে হেরোইনসহ আটক-৩

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  01:07 AM, 17 July 2023

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে পৃথক অভিযানে হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ জুলাই) বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বামন্দী ক্যাম্প ইনচার্জ সইবুর রহামান জানান, দুপুরে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়ায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিন গ্রাম হেরোইনসহ আশরাফুল ও হেলালকে আটক করে। বিকেল বামন্দী পশুহাটে পৃথক অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইনসহ আনোয়ার নামের আরেক জনকে আটক করে।

আটকৃতরা হলো, গাংনী উপজেলার তেতুলবাড়ীয়া ইউনিয়নের খাসমহল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আশরাফুল (৪০), ভরাট গ্রামের হযরত আলীর ছেলে হেলাল উদ্দীন (২৪) এবং বামন্দী পশ্চিমপাড়ার মৃত ইয়ারুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৪)।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন :