বিচার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন তয়েজ উদ্দীন
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৫নং রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তর্গত চরপাড়া গ্রাম নিবাসী পিতা মৃত সৈয়দ আলী সর্দারের পুত্র আমি মোঃ তয়েজ উদ্দীন সর্দার একজন অসহায় গরীব কৃষক।
তয়েজ উদ্দীন বলেন, বাংলা ১৩৩১ সালে মেদিনীপুর জমিদারী কোম্পানীর নিকট হতে ১০১ নং বাউশমারী মৌজায় ৬.২৫ একর জমি সবুর সর্দার বন্দোবস্ত নিয়ে থাকেন। উক্ত জমি এ পর্যন্ত আমি ওয়ারিশ সূত্রে ভোগদখল করিয়া আসিতেছি। এখনো উক্ত জমি আমার দখলে আছে। উক্ত ৬.২৫ একর জমির মধ্যে ২.৮৪ একর তনমধ্যে আমার চাচা মৃত জয়নাল সর্দার ওয়ারিশ সূত্রে ফরায়েজ মোতাবেক, ১৫ একর জমির মালিক। মৃত জয়নাল সর্দার এর ওয়ারিশ ৩ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী উক্ত ১৫ একর জমির মালিক। ফরায়েজ মোতাবেক ১ ছেলের অংশ ২.৯২, ১ মেয়ের অংশ ১.৪৬ ও স্ত্রীর অংশ ১.৮৮ একর। এখানে তিন ছেলের অংশে জমি হইবে ২.৯২x ৩= ৮.৭৬ একর। ৩ ছেলে অংশ ছাড়া অনেক জমি বেশি বিক্রয় করিয়াছে। ক্রয়কৃত বিবাদীরা ১৫ একর জমির পরিবর্তে ৬৬ একর জমি জোর পূর্বক দখল করে রেখেছে। এমতাবস্থায় আমি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব ও ওসি সাহেব বরাবর বিবাদীগনে বিরুদ্ধে লিখিত অভিযোগ করিলে বিবাদীগণ কোথাও হাজির হয় নাই। এক্ষুনে আমি অসহায় জীবন যাপন করিতেছি।
আরও বলেন, বাদী ও বিবাদীগণের জমির দলিল ও অন্যান্য কাগজপত্র দেখে ফরায়েজ মোতাবেক সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জরিপ করিয়া যাহাতে আমার ন্যায্য জমি দখল পাই।