মুজিবনগরে অবৈধ স্টার ক্লিনিক সিলগালা

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  02:54 PM, 30 May 2022

মেহেরপুর স্বাস্থ্য বিভাগ সোমবার সকালে অভিযান চালিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকার   মুজিবনগর স্টার ক্লিনিক বন্ধ করে দিয়েছে। মুজিবনগর স্টার ক্লিনিকের বিরুদ্ধে লাইসেন্স না থাকার অভিযোগ রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আসাদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

ডাঃ মো আসাদুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সকল অবৈধ, লাইসেন্স বিহীন ও লাইসেন্স নবায়ন নেই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা করে দেয়া হচ্ছে। এ অভিযান চলমান রয়েছে, একটিও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বাকী থাকা পর্যন্ত এ অভিযান চলবে।

 

আপনার মতামত লিখুন :