মেহেরপুরের আমঝুপিতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২-জন আহত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  08:22 PM, 23 December 2023

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাহেরুল ইসলাম ও শিমুল ইসলাম নামে ২-জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তাহিরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়বাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং শিমুল হোসেন একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার ছেলে।

জানা গেছে, তাহিরুল ও শিমুল একটি মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। তারা আমঝুপি বাজার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তাহিরুল ও শিমুল আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আপনার মতামত লিখুন :