মেহেরপুরের দুটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রার্থীদের মাঝে প্রতিক তুলে প্রতীক দেন।
প্রতীক বরাদ্দ দেয়া প্রার্থীরা হলেন- মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন -নৌকা, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান- ট্রাক, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মোঃ জয়নাল আবেদীন-ঈগল পাখি, জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও জেলা জাতীয় পার্টি (জাপা)-এর সভাপতি আব্দুল হামিদ-লাঙ্গল, জাতীয় পার্টি (জেপি)র দলীয় প্রার্থী মওলাদ আলী খান- বাইসাইকেল, ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী তরিকুল ইসলাম লিটন-আম ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-এর দলীয় প্রার্থী বাবুল জোম-ছড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।
অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. এ,এস,এম নাজমুল হক সাগর-নৌকা, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন- ট্রাক, এল ডি পি (তৃণমূল বিএনপি)’র প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি- সোনালী আঁশ, জাতীয় পার্টির দলীয় প্রার্থী জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি কেতাব আলী- লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির)’র
দলীয় প্রার্থী জেলা সভাপতি গোলাম রসুল- আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ (বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজামাল আমিরুল- ছড়ি ও বাংলাদেশ কংগ্রেস এর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আল ফারুক- ডাব প্রতীক বরাদ্দ পেয়েছেন।