মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সম্মেলন অনুষ্ঠিত
শুক্রবার (৯ সেপ্টেম্বর), বিকেল ৪ টার দিকে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আহ্বায়ক কমিটি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক (অবসর প্রাপ্ত)।
মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর আহ্বায়ক শুকুরালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক সিতাব আলী।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সভাপতি, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, খুলনা বিভাগীয় কমিটির সদস্য ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম।
খায়রুল ইসলাম ও শহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় জিল্লুর রহমান, ইন্জিনিয়ার নূরুল ইসলাম, সুলতান আহমেদ, খোরশেদ আলী, আবু লায়েস লাবলু, আবু আবিদ ও আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শুকুরালীকে সভাপতি ও খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান বক্তা আব্দুস সালাম।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নার্গিস খাতুন, মফিজুর রহমান ও আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আশা খাতুন ও শ্রী উত্তম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকা খাতুন ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক দুর্লভ, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সহ-দপ্তর সম্পাদক চুমকি খাতুন, প্রচার সম্পাদক এস এম আবু আল কাফি, সহপ্রচার সম্পাদক চাঁদ আলী মল্লিক, তথ্য ও যোগাযোগ সম্পাদক আসাদুজ্জামান, প্রকল্প ও সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক আসাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাসার, আইন হিসাব ও নিরিক্ষা বিষয়ক সম্পাদক রোজিনা খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট ওয়ার্ড বিপ্লব বিশ্বাস, পাঠাগার ও মিলনায়তন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক কাজী রেজাউল হক ও ধর্ম বিষয়ক সম্পাদক মাহাতাব আলী।
অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন, স্বাধীনতার সূতিকাগার মুজিবনগর থেকে উপজেলা কমিটি গঠন শুরু হলো। পরবর্তীতে মেহেরপুর সদর ও গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন করা হবে। এসময় তিনি সকলকে নিজ নিজ দায়িত্বে থেকে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।