মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।
মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে সাইমন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বাড়ীর পাশের একটি পুকুর থেকে সাইমনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। সাইমন কলাইডাঙ্গা গ্রামের টাইলস মিস্ত্রি হাসান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ীর আঙ্গিনায় খেলা করছিল শিশু সাইমন। হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে বাড়ির অদূরে মুকুল মেম্বারের পুকুরে তার ভাসমান দেহটি দেখতে পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশু সাইমনের মৃত্যু হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।