মেহেরপুরে বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত ৮ আসামীকে জেল হাজতে প্রেরন
এইচ এম বিল্লাল।
মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা ভুক্ত ৮ জন আসামীকে গ্রেপ্তার করেছেন।
শুক্রবার (৩ জুন), দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেপ্তার করা হয়েছে বলে গাংনী থানা সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন গাংনী উপজেলার মৃত লিহাজ উদ্দিন এর ছেলে আমিরুল ইসলাম, কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে জিন্নাত আলী, গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুর রউফ, রইস উদ্দিন, আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম, আবু বক্কর সিদ্দিক, আকমল হোসেন ও লিহাজুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে সাহেবনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে জিন্নাত আলী নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামী। অন্যরা জিআর মামলায় আদালতের পরোয়ানা ভুক্ত আসামী।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেপ্তার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এসআই নূর হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নিয়ে রাতভর অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করা হয়।