মেহেরপুরে ব্রাক অফিস থেকে দুইজন বিদেশ ফেরত অভিবাসীকে আর্থিক সহায়তা প্রদান

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  07:56 PM, 24 June 2022

মেহেরপুরে প্রত্যাশা প্রকল্প থেকে দুইজন বিদেশ ফেরত অভিবাসীকে আর্থিক সহায়তা প্রদানে করেছেন

ইউরোপীয়ান ইউনিয়ন এর আর্থিক সহায়তায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর বাস্তবায়নে এবং সহযোগী সংস্থা ব্র্যাকের মাধ্যমে মেহেরপুর জেলায় (মেহেরপুর সদর ও গাংনী) দুইজন বিদেশ ফেরত অভিবাসীকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। ২২ জুন ২০২২ ইং তারিখে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের বেলতলাপাড়া গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে তুর্কি ফেরত মোঃ মোস্তাফিজুর রহমানকে ৭০ হাজার টাকা ও ২৩ জুন ২০২২ ইং তারিখে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে সাইপ্রাস ফেরত মোঃ আহসান হাবীবকে ৭০ হাজার টাকা তাদের নিজ নিজ ব্যবসা বিস্তার করতে মালামাল ক্রয়ের জন্য চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক, ব্র্যাক জেলা সমন্বয়ক মেহেরপুর ও মোঃ আজিমুল হক, ট্রেনিং অফিসার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যশোর। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর ও গাংনী উপজেলা ব্র্যাক অফিসের শাখা হিসাব কর্মকর্তাগণ সহ বিদেশ ফেরত অভিবাসীর পরিবারের সদস্যবৃন্দ। উক্ত সহায়তা কার্যক্রমের সার্বিক সহযোগীতা করেন মোঃ শহিদুল ইসলাম ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খুলনা। এই সহায়তা পেয়ে বিদেশ ফেরত অভিবাসীরা খুবই খুশি এবং সহায়তার জন্য ব্র্যাককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :