মেহেরপুরে ভ্রাম্যমাণ অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা।
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে দোকানে ও ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রয়, মোড়কীকরণ বিধি বহির্ভূত ও অননুমোদিত পণ্য বিক্রয় করার অপরাধে মেহেরপুর শহরের দুই ব্যবসায়ীর জরিমানা।
মঙ্গলবার (২৩ মে) দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে মেসার্স আনকমন স্টোরে ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রি করা, মোড়কীকরণ বিধি বহির্ভূত ও অননুমোদিত পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে শহরের হোটেল বাজারে মেসার্স কালাম এন্ড ব্রাদার্স অভিযান চালিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য নিয়ম বহির্ভূতভাবে দোকানে সাজিয়ে রেখে বিক্রি, মেয়াদ উত্তীর্ণ আটার বস্তার গায়ের লেবেল ছিঁড়ে ফেলে বিক্রি করাসহ অন্যান্য অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।