মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  01:41 PM, 18 May 2023

মেহেরপুরে দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে শাওন (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শাওন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের পাঠানপাড়ার আশরাফ আলীর ছেলে ও শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
বুধবার (১৭ মে), সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলা তেরঘরিয়া বিলের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শাওন ও তার বন্ধু সৌরভ মোটরসাইকেলযোগে শোলমারী থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তেরঘরিয়া বিলের নিকটে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলার সাথে সজোরে ধাক্কা দিয়ে দু’জনেই পাকা সড়কে ছিটকে পড়ে আহত হন।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় আহতাবস্থায় তাদের উদ্ধার পূর্বক ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শাওনের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শাওনকে নিয়ে রাজশাহী যাওয়ার পথিমধ্যে পাবনায় পৌঁছলে শাওনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা।

আপনার মতামত লিখুন :