মেহেরপুরে র্যাবের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক-১
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ী, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ মে), বেলা ১ টা ৩০ মিনিটের দিকে মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-মেহেরপুর, ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ মামুন ওরফে মুন্না হোসেন মন্ডল (১৯) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মামুন ধর্মদহ গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে।
র্যাব-১২, সিপিসি-মেহেরপুরের গাংনী ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার গোলাম ফারুক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ী মামুন দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলাসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী মামুনকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।