মেহেরপুরে র‌্যাবের অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক-১

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  01:32 AM, 06 April 2023

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ রুহুল আমীন ওরফে রাহুল (৩৮) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার (৫ এপ্রিল), বেলা ১১ টার দিকে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর কাচারিপাড়া সাকিনস্থ গোরস্থান পাড়া সংলগ্ন কাজীপুর-বুড়িপোতা সড়কের পাকা রাস্তা থেকে রাহুলকে আটক করেন।
আটককৃত রাহুল কুষ্টিয়ার ইবি থানার অন্তর্গত নৃসিংহপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-মেহেরপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন (পিপিএম) এর নির্দেশনা অনুযায়ী সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি চৌকষ দল কাজীপুরে অভিযান চালিয়ে রাহুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট থেকে ৩ কেজি গাঁজা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল, ১ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ব্যবসায়ী রাহুল দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থা’র চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য মাদকসেবীদের নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত রাহুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :