মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ধিত সভা
আগামী ২৭ জুলাই মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই), সকালের দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ সোবাহান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের সঞ্চালনায় এসময় জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শোয়েব রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রাশিদুল ইসলাম আনন্দ, শাহীন তামিম, জীবন আখতার, আব্দুল্লাহ আল মামুন, জুয়েল, বিথন, বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক তানজিদ আহাম্মেদ,৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জ্বল হোসেন ও লিয়ন আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।