মেহেরপুর পুলিশের নগদ অর্থসহ ৬৭টি মোবাইল ফোন উদ্ধার।
![মেহেরপুর পুলিশের নগদ অর্থসহ ৬৭টি মোবাইল ফোন উদ্ধার।](https://dainikmeherpur.com/wp-content/uploads/2024/03/মেহেরপুর-২.jpeg)
গত এক মাসে মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৬৭ টি মোবাইল ফোন এবং ভুলক্রমে বিকাশে অন্য নাম্বারে চলে যাওয়া ১ লক্ষ ১৮ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
রবিবার (১০ মার্চ) দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের নিকট মোবাইল এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা স্ব-স্ব মালিকের হাতে তুলে দেওয়া হয়। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম উপস্থিত থেকে মোবাইল ফোন এবং টাকা তুলে দেন।
জানা গেছে, গত এক মাসে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর মোবাইল মালিকরা থানায় জিডি করেন। ওই সমস্ত জিডির ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের চৌকস টিমের অভিযানে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ভুল নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।