সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব শুরু।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  11:51 PM, 20 June 2023

মেহেরপুর নায়েববাড়ি পূজা মন্দির কমিটি উদ্যোগ সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব শুরু হয়েছে।মঙ্গলবার বিকালের দিকে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় পৌর শহরের নায়েববাড়ি পূজা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথ যাত্রার অনুষ্ঠান মালা। ঢাক-ঢোলক, বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রথ যাত্রায় শতশত নারী-পুরুষের সমাগম হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সামনে থেকে ঘুরে একই স্থানে গিয়ে রথযাত্রা শেষ হয়। এছাড়া আগামী ২৮ জুন বুধবার রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।

আপনার মতামত লিখুন :